লক্ষ্মণ
বিশেষ্য {| পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | নৈপূণ্য | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনিতে এই নামে উল্লেখযোগ্য দুটি চরিত্র পাওয়া যায়। যেমন

. সূর্যবংশীয় রাজা দশরথের ঔরসে ও তাঁর অন্যতমা পত্নী সুমিত্রার গর্ভে লক্ষ্মণ জন্মগ্রহণ করেন এই জন্য ইনি সৌমিত্রি নামেও খ্যাত ছিলেন ইনি তাঁর অপর ভাই শত্রুঘ্নের যমজ ছিলেন উল্লেখ্য রাজা দশরথের তিন স্ত্রী ছিল এঁরা হলেন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা রাম ছিলেন কৌশল্যার গর্ভজাত সন্তান এবং কৈকেয়ীর সন্তান ছিলেন ভরত সীতার কনিষ্ঠা ভগ্নী উর্মিলার সাথে লক্ষ্মণের বিবাহ হয় লক্ষ্মণের স্ত্রী উর্মিলার গর্ভে দুটি পুত্র জন্মে এঁদের নাম ছিল অঙ্গদ ও চন্দ্রকেতু ইনি উভয় পুত্রকে তাঁর অংশের রাজ্যকে দুই ভাগে ভাগ করে প্রদান করেন রাম চরিত্রের সাথে এঁর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে

দুর্যোধনের পুত্র কুরুক্ষেত্রের যুদ্ধে ত্রয়োদশ দিনে অর্জুনের পুত্র অভিমন্যুর হাতে ইনি নিহত হন