নাগাস্ত্র
মহাভারতের মতে অর্জুনকে হত্যা করার জন্য কর্ণ গোপনে এবং সযত্নে এই অস্ত্র রক্ষা করে ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণ বিভিন্ন অস্ত্র দ্বারা আক্রমণ করার পরও অর্জুনকে হত্যা বা পরাজিত করতে না পেরে এই অস্ত্র অর্জুনের প্রতি নিক্ষেপ করেন এই অস্ত্রের ভিতর মহানাগ অশ্বসেন যোগবলে প্রবেশ করে, এই অস্ত্রের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন কর্ণ এই অস্ত্র অর্জুনের মাথা বিচ্ছিন্ন করার জন্য নিক্ষেপ করেছিলেন এই অস্ত্র প্রজ্জ্বলিত অবস্থায় আকাশে উঠে অর্জুনের মাথা বরাবর নেমে আসার পূর্বেই কৃষ্ণ পায়ের আঘাতে রথকে মটির কিছুটা ভিতরে প্রবেশ করিয়ে দেন ফলে এই অস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে অর্জুনের মাথার মুকটকে ধ্বংস করলেও অর্জুন অক্ষত থেকে যান
                            দেখুন :
অর্জুন