ঋষিমূক
দক্ষিণ ভারতের একটি পর্বত বিশেষ যে স্থানে নির্ভয়ে বসবাস করার কারণে হরিণদল কোন শব্দ করে না বা যে স্থানে ঋষিরা নির্ভয়ে বিবিধ বিষয় আলোচনা করতে পারে সেই স্থানকে ঋষ্যমূক বলে এই উভয় অর্থ অনুসারে এই পর্বতের এরূপ নামকরণ করা হয়েছে

দক্ষিণ ভারতের পূর্বঘাট ও নীলগিরি পর্বতশ্রেণীর মধ্যে এই পর্বত অবস্থিত পম্পা সরোবর ও কাবেরী নদী এই পর্বত থেকে উত্পন্ন হয়েছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই পর্বতে মাতঙ্গ মুনির আশ্রম ছিল এবং সুগ্রীব বালীর ভয়ে এই পর্বতে বাস করতেন উল্লেখ্য, মাতঙ্গ মুনির অভিশাপের কারণে এই পর্বতে বালী প্রবেশ করতে পারতেন না সীতা হরণের পর, রাম-লক্ষ্মণ ঋষিমূক পর্বতে গিয়ে সুগ্রীবের সাথে সখ্যতা স্থাপন করেন এবং তাঁর বানর সৈন্যের সহায়তা গ্রহণ করেন