শ্বেতকেতু
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
উদ্দালকের পুত্র

একদিন একজন ব্রাহ্মণ এসে- শ্বেতকেতুর উপস্থিতিতেই তাঁর মাকে ভোগের জন্য প্রার্থনা করেন
এতে শ্বেতকেতু অত্যন্ত ক্রুদ্ধ হলে, উদ্দালক শ্বেতকেতুকে জানায় যে, সনাতন ধর্মানুসারে- গাভীদের মতো স্ত্রীরাও অরক্ষিতা এই রীতিকে অনাচার বিবেচনা করে, ইনি স্ত্রী-পুরুষের বিবাহ পদ্ধতি প্রচলন করেন পরবর্তী সময়ে ইনি মহদেবের অনুচর নন্দীর লিখা কামসূত্র নামক গ্রন্থের সহস্র অধ্যায়কে পাঁচ শত অধ্যায়ে নূতন করে রচনা করেন।