সরযু
ভারতের একটি নদী বিশেষ বৈদিক যুগে এই নদীর তীরে আর্যরা উপনিবেশ স্থাপন করেছিল হিন্দু পৌরাণিক কাহিনিতে একে পুতসলিলা বলা হয়েছে এর উৎস কৈলাস পর্বতের মানস সরোবরউল্লেখ্য মানস সরোবর থেকে এই নদী নির্গত হয়েছে বলে সরযূ নামে খ্যাত

হিন্দু পৌরাণিক অনেক কাহিনির সাথে এই নদীর নাম জড়িয়ে আছে যেমন

. কোলরাজ্য, অযোধ্যা সরযূ তীরে অবস্থিত ছিল
. লক্ষ্মণ রাম-কর্তৃক পরিত্যাক্ত হলে, সরযূ নদীতে প্রাণ বিসর্জন করে স্বর্গে যান পরে রাম, ভরত ও শত্রুঘ্নও এই নদীর জলে দেহ ত্যাগ করেন সেই কারণে, অনেক রামভঙ্গত মুক্তিলাভের জন্য সরযূতে মৃত্যুবরণ করেন