সূর্যবংশ
হিন্দু পৌরাণিক কাহিনি মতে সূর্যদেবতার বংশধরদের সূর্যবংশীয় বলা হয়।
 

এই বংশের সূচনা হয় বৈবস্বত মনুর সূত্রে। সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভে বৈবস্বত মনুর জন্ম হয়। উল্লেখ্য সূর্য দেবতার ১২টি স্বরূপের একটি বিবস্বান। এই নামানুসারে সূর্য নামক নক্ষত্রকেও বিবস্বান বলা হয়। বিবস্বানের পুত্র বলে, এই পুত্রের নাম রাখা হয় বৈবস্বত।

সূর্যবংশে
রামসহ বহু বীর এই বংশে জন্মগ্রহণ করেছিল এই বংশধারার দুটি শাখা ছিল এর একটি ধারা ইক্ষ্বাকুর থেকে অযোধ্যায় স্থাপিত হয়েছিল অপর ধারাটি ইক্ষ্বাকুর পুত্র নিমির থেকে মিথিলায় স্থাপিত হয়েছিল।