উগ্রতারা
হিন্দু পৌরাণিক কাহিনী মতে-
দুর্গা দেবীর অপর নাম বা মূর্তি বিশেষমাতঙ্গী নামে এই মূর্তি চিহ্নিত হয়ে থাকেশুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে অতীষ্ট হয়ে- দেবতারা মাতঙ্গ মুনির আশ্রমে এসে- দুর্গার আরাধনা করেন। আরাধনায় তুষ্ট হয়ে এই দেবী প্রথমে মাতঙ্গ মুনির স্ত্রী মাতঙ্গীর রূপ ধরে দেবতাদের কাছে আসেন- এবং পরে একটি বিশেষ মূর্তিতে আবির্ভূতা হনএঁর চার হাত ও গলায় নরমুণ্ডমালা ছিল এই মূর্তি মাতঙ্গীর দেহ থেকে নির্গত হয়েছিল বলে- এর অপর নাম হয়েছিল মাতঙ্গী