ভূষণ্ডী
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে, এই নামে একাধিক চরিত্র পাওয়া যায়। যেমন

. ত্রিকালজ্ঞ কাক বিশেষ। এই কাক আবহমানকাল জীবিত আছেন এবং পৃথিবীর সমস্ত ঘটনাপরম্পরা দেখে আসছেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ ভুষণ্ডীকে যুদ্ধের বিবরণ জিজ্ঞাসা করলে, উত্তরে ভুষণ্ডী বলেছিলেন যে, সত্যযুগে শুম্ভ-নিশুম্ভ যুদ্ধে বিনা আয়াসে তিনি দৈত্যের রক্ত ও মাংস আহার হিসাবে গ্রহণ করেছিলেন ত্রেতাযুগে লঙ্কা-যুদ্ধে তাকে অল্প পরিশ্রম করতে হয়েছিল কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে তার কষ্টের সীমা ছিল না

. অন্ধকাসুরের রক্তপান করবার জন্যে মহাদেবের তৈরি জনৈক মাতৃকা