ভৃঙ্গী
বানান বিশ্লেষণ: ভ্+ঋ+ঙ্+গ্‌+ঈ
উচ্চারণ:

শব্দ-উৎস:
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে মহাদেবের নিকটতম অনুচরদ্বয়ের একজন ভৃঙ্গীর অপর সহযোগীর নাম নন্দী এরা সবসময় মহাদেব ও গণেশের কঠোর শাসনে থাকতেন কখনো এরা অন্যায় করলে কৈলাস থেকে এদেরকে পৃথিবীতে নির্বাসিত করা হতো