যাজ
হিন্দু পৌরাণিক কাহিনি মতে  এঁর ছোট ভাইয়ের নাম ছিল উপযাজ যাজ অত্যন্ত শুচি বিচার করে চলতেন সেই তুলনায় উপযাজ ততটা শুচি-অশুচি মানতেন না গুরু গৃহে বসবাসকালে উপযাজ অপরের উচ্ছিষ্ট অন্ন ভোজন করতেন বা ভূপতিত ফল তুলে আহার করতেন দ্রোণের হত্যা করার জন্য দ্রুপদ যখন পুত্রেষ্ঠি যজ্ঞ করার মনস্থির করেন, তখন ইনি প্রথম উপযাজের কাছে যান কিন্তু দশকোটি গাভী উপহারের বিনিময়ে উপযাজকে যজ্ঞ করতে বললেও, উপযাজ রাজী হলেন না একবছর ধরে দ্রুপদ  ক্রমাগত তাঁকে অনুরোধ করতেই থাকলে, উপযাজ তাঁর বড়ভাই যাজের কাছে যেতে বলেন যাজ এই যজ্ঞ করতে রাজী হলে, উপযাজ তাঁর সহকারী যাজক হিসাবে নিযুক্ত হন