যক্ষেশ্বর
হিন্দু পৌরাণিক কাহিনি মতে মহাদেবের একটি রূপ বিশেষ অমৃতলাভের পর দেবতারা অত্যন্ত গর্ব প্রকাশ করতে থাকলে, মহাদেব অত্যন্ত ক্ষুব্ধ হন এই কারণে ইনি যজ্ঞেশ্বর মূর্তি ধারণ করে, দেবতাদেরকে একটি তৃণখণ্ড তুলতে বলেন এই তৃণখণ্ড কোন দেবতাই উত্তোলন করতে না পেরে এঁরা অত্যন্ত লজ্জিত হন উল্লেখ্য মহাদেবের যজ্ঞেশ্বর মূর্তি দেবলোকে পূজিত হয়ে থাকে