যমদ্বিতীয়া
হিন্দু পৌরাণিক কাহিনি মতে  কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে যমুনা তাঁর ভাই যমকে নিজের ঘরে পূজা করে আহারে পরিতৃপ্ত করেছিলেন সেই জন্য ঐ দিনে বোনেরা ভাইদের নিজ গৃহে আহারে পরিতৃপ্ত করেন হিন্দু নারীদের-কৃত এই অনুষ্ঠানকে ভ্রাতৃদ্বিতীয়া বলা হয় হিন্দু রমণীরা মনে করেন যে, এইদিন ভাইদের দাওয়াত দিয়ে খাওয়ালে, ভাইদের মঙ্গল হয়