অভিলাষী
[অঙ্.শা.ভি.লা.শি]
[ɔŋ.ʃa.bhi.la.ʃi]
সংস্কৃত
अंशाभिलाषी
অংশাভিলাষী>বাংলা
অংশাভিলাষী।
অভি-√লষ্
(ইচ্ছা করা) +ইন্
(ণিনি),
কর্তৃবাচ্য
+ঈ
(ঈপ্)।
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ : ১. ইচ্ছা বা কামনা আছে এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি : স্পৃহাযুক্ত,
বাঞ্ছাযুক্ত।
অর্থ : ২. লোভ আছে এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি : লোলুপ,
লুব্ধ, লোভী।
বিপরীতার্থক শব্দ : অংশাভিলাষিণী [স্ত্রীলিংঙ্গার্থে]
পরপদী শব্দ হিসাবে :
অংশাভিলাষী