অধুনা
বানান বিশ্লেষণ : অ+ধ্+উ+ন্+আ
উচ্চারণ:
o.d̪ʰu.na
(অ.ধু.না)
শব্দ-উৎস:
সংস্কৃত
अधुना
(অধুনা)>বাংলা
অধুনা।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: ইদম্ +ধুনা
পদ:
অব্যয়
অর্থ: বর্তমান বা
নিকট বর্তমানের যা কিছু তার সবই অধুনা।
সমার্থক শব্দাবলি:
ইদানীং, এই সময়
সূত্র :