অঙ্গুলি [ওঙ্‌.গু.লি]
সংস্কৃত ङ्गुलि (অঙ্গুলি)>বাংলা  অঙ্গুলি
অঙ্গ্ (গমন করা) + উলি, কর্তৃবাচ্য
বিশেষ্য
১.
যাহা গ্রহণার্থে গমন করে, এই অর্থে- অঙ্গুল, অঙ্গুলি, অঙ্গুলী, আঙুল, আঙ্গুল। (কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী। প্রেম-২৭৯। গীতবিতান। রবীন্দ্রনাথ ঠাকুর)
২. পরিমাপ এককের নাম। এক অঙ্গুল, দুই অঙ্গুল। কথোপকথনে আঙুল ব্যবহৃত হয়।

৩. আঙুল। দেখুন সমার্থ : অঙ্গুল। 
৪. হাতির শুঁড়ের অগ্রভাগ।
৫. হাতিশুঁড়ো গাছের শুঁড়।

বিশেষণ
যাহা পরিমাণার্থে নির্ধারিত হয়, এবং কোনো শব্দের পূর্বে বসে বিশেষিত। অঙ্গুলি (অঙ্গুল পরিমাণ
)