চঞ্চল
বানান বিশ্লেষণ:
চ্+অ+ঞ্+চ্+অ+ল্+অ
উচ্চারণ: cɔn.cɔl
(চন্.চল্)।
শব্দ-উৎস:
সংস্কৃত
চঞ্চল>বাংলা
চঞ্চল।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
১.
পুনঃপুনঃ চলমান,
চলমান
(চঞ্চল-সময়)
২.
অশান্ত,
অস্থির,
চপল
(চঞ্চলস্বভাব)
৩.
উৎকণ্ঠিত,
বিচলিত,
ব্যাকুল,
ব্যগ্র
(চঞ্চলচিত্ত, চঞ্চলমন)।
৪.
কম্পমান
(চঞ্চল-অধর, চঞ্চলহৃদয়)।
বিপরীতার্থক শব্দ
শব্দ বিবর্তন:
যৌগিক
শব্দ:
-
পূর্বপদে চঞ্চল: চঞ্চল-অধর, চঞ্চলচিত্ত, চঞ্চলদৃষ্টি, চঞ্চলনয়ন,
চঞ্চলনেত্র, চঞ্চল-প্রকৃতি, চঞ্চলমতি, চঞ্চলমন, চঞ্চল-সময়, চঞ্চলস্বভাব,
চঞ্চলহৃদয়
প্রত্যয় সাধিত:
চঞ্চলতা, চঞ্চলত্ব, চঞ্চলা, চঞ্চলায়মান,
চঞ্চলিত, চাঞ্চল্য।
- চর্যাগীতিকোষ। নীলরতন সেন।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১। পৃষ্ঠা: ২, ৬২, ১২৯, ১৩৯
-
চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫।
পৃষ্ঠা: ১১৩, ১৬৮।
- চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ আলী
আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩। পৃষ্ঠা: ১৪৮, ১৭০।
-
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই
২০০৯। পৃষ্ঠা: ১৫-১৬, ৮৮।
-
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ।
অগ্রহায়ণ ১৪০২। পৃষ্ঠা: ৬৩,
১১৯, ১১৭।
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ২১৫।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ৮৫২।
-
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৩৯৫।
-
বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম
খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৭৩৯।
-
শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা:
৩৪১।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৩৬১।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০। পৃষ্ঠা: ১৯৫।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ২৭৫।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি,
হুগলী। ১৪০৮ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৭৭।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ৪৪৯।
- হাজার বছরের
পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ
শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩। পৃষ্ঠা: ১, ৩৬
- wordnet 2.1