চঞ্চল
বানান বিশ্লেষণ: চ্+অ+ঞ্+চ্+অ+ল্+অ
উচ্চারণ: cɔn.cɔl
(চন্.চল্)।

শব্দ-উৎস: সংস্কৃত চঞ্চল>বাংলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ

১. পুনঃপুনঃ চলমান, চলমান (চঞ্চল-সময়)
২.
অশান্ত, অস্থির, চপল (চঞ্চলস্বভাব)
৩.
উৎকণ্ঠিত, বিচলিত, ব্যাকুল, ব্যগ্র (চঞ্চলচিত্ত, চঞ্চলমন)
৪.
কম্পমান (চঞ্চল-অধর, চঞ্চলহৃদয়)

বিপরীতার্থক শব্দ

শব্দ বিবর্তন:

যৌগিক শব্দ:

প্রত্যয় সাধিত: চঞ্চলতা, চঞ্চলত্ব, চঞ্চলা, চঞ্চলায়মান, চঞ্চলিত, চাঞ্চল্য।


সূত্র: