জ্ঞ 
বানান বিশ্লেষণ : জ্+ঞ্+অ।
উচ্চারণ:
g̃
ɔ (গঁ)

গঁ =জ্ঞ-এর একক উচ্চারণ গঁ।

শব্দ-উৎস: সংস্কৃত ज्ञः (জ্ঞঃ)>বাংলা জ্ঞ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
জ্ঞা (জানা) +
অ (ক), কর্তৃবাচ্য  
পদ:

১. বিশেষণ

অর্থ: যিনি জানেন, এই অর্থে জ্ঞ।
সমার্থক শব্দাবলি:
জ্ঞ, জ্ঞাতা, বেদিতা।
উদাহরণ: পৃথকভাবে এই শব্দ ব্যবহৃত হয় না। তবে অন্যপদের পরে সমাস-উত্তর পদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন

অক্ষজ্ঞ, ত্রিকালজ্ঞ, ধর্মজ্ঞ, বেদজ্ঞ, নীতিজ্ঞ, বিশেষজ্ঞ ইত্যাদি।
বিপরীতার্থক শব্দ: জ্ঞা (স্ত্রীলিঙ্গার্থে)।
ইংরেজি:
conversant, au fait, informed, aware of; experienced.

 

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে, ব্রহ্মা নামক দেবতার অপর নাম। [বিস্তারিত দেখুন : ব্রহ্মা]
সমার্থক শব্দাবলি:
- ,
অউম, জ্ঞ, ব্রহ্মা

সূত্র :