১. বিশেষ্য
১.১. ঊর্ধ্বক্রমবাচকতা { | ধার্মিক ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
- ১.১.১ অর্থ: ধর্মীয় বিধি মোতাবেক যিনি নেতৃত্ব দেন। শিখ ধর্মের নির্দেশিত গুরু। হিন্দু ধর্মেও এমন নেতৃত্বদানকারীকে গুরু উল্লেখ করা হয়।
- ১.১.২. অর্থ : যিনি দেবতাকে স্তব করতে শিক্ষা দেন এবং যিনি শিষ্যের কল্যাণে দেবতার স্তব করেন, ধর্মাচার্য।
- ১.১.৩. অর্থ : যিনি তান্ত্রিক বিধি অনুসারে মন্ত্র দেন। সাধকগণের সিদ্ধি প্রদানের জন্য পথ দেখান। [সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী। (লুই ভণই গুরু পূচ্ছিঅ জাণ/লুইপাদানাম। চর্যাগীতিকা-১)]।
১.২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | পেশাদার ব্যক্তি | প্রাপ্তবয়স্ক | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ :গুর্বী।
- ১.২.১. অর্থ : শিক্ষাদানকে পেশা হিসেবে গ্রহণ করেছেন এমন ব্যক্তি।
সমার্থক শব্দ : অধ্যাপক, শিক্ষক, পণ্ডিত, ওস্তাদ। [অস্ত্রগুরু, সঙ্গীতগুরু]- ১.২.২. অর্থ : যিনি উপদেশ দেওয়াকে পেশা হিসেবে গ্রহণ করেছেন।
সমার্থক শব্দ : উপদেশক। [দেবগুরু বৃহস্পতি, দৈত্য গুরু শুক্রাচার্য]- ১.২.৩. অর্থ : পেশাদার সন্ত্রাসীদলের প্রধান। অপরাধ জগতে সম্বোধনে এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়।
সমার্থক শব্দ : ওস্তাদ, লিডার, বস।২. বিশেষণ
- ২.১. অর্থ : যা হাল্কা নয়, যথেষ্ঠ ভারী।
সমার্থক শব্দ : দুর্ভর, ভারবান, ভারী, ওজন সম্পন্ন (গুরুভার)।- ২.২. অর্থ : যা স্বাভাবিকের চেয়ে পরিমাণে বেশি।
সমার্থক শব্দ : অতিশয়, অধিক (গুরু ভোজন)- ২.৩. অর্থ : যা স্বাভাবিকের চেয়ে আকারে বড়।
সমার্থক শব্দ : বিপুল, বিশাল (গুরুনিতম্বা)- ২.৪. অর্থ : যা বহন করা কষ্টকর।
সমার্থক শব্দ : দুর্বহ (চিন্তার গুরু ভার)- ২.৫. অর্থ : পরিপাকের বিচারে যা কঠিন (গুরুপাক)
- ২.৬. অর্থ : যিনি শ্রদ্ধার যোগ্য বা মান্য করার যোগ্য।
সমার্থক শব্দ : শ্রদ্ধেয়, মাননীয়। (লঘু-গুরু জ্ঞান)- ২.৭. অর্থ : পিতা বা মাতা বা উভয়ই [গুরুদশা]
- ২.৯. অর্থ : অল্প কম্পাঙ্কযুক্ত ওজনদার ধ্বনিকে বিশেষিত করে এমন শব্দ (গুরুগম্ভীর)। ধ্বনি বা বাক্যে ব্যবহৃত শব্দের (word) মহত্ত্ব বা গৌরব বুঝাতে এই শব্দ ব্যবহৃত হয়।
সমার্থক শব্দ : গুরুঘটিত।
অতিশায়ন : গুরু>গুরুতর>গুরুতম
পূর্বপদে 'গুরু' শব্দজাত শব্দ
সূত্র :