গুরু
বানান বিশ্লেষণ: ্+উ+র্+উ
উচ্চারণ: [গু.রু] [gu.ru]
শব্দ-উৎস: সংস্কৃত गुरु (গুরু)>বাংলা গুরু।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  গৄ (স্তুতি) +উ (কু) কর্তৃবাচ্য
পদ:

১. বিশেষ্য
১.১. ঊর্ধ্বক্রমবাচকতা  { | ধার্মিক ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

১.২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | পেশাদার ব্যক্তি | প্রাপ্তবয়স্ক | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ :গুর্বী

২. বিশেষণ

পূর্বপদে 'গুরু' শব্দজাত শব্দ


সূত্র :