ঘট
বানান্ বিশ্লেষণ: ঘ্+অ+ট্+অ
উচ্চারণ:
gʰɔʈ (ঘট্)
শব্দ-উৎস:
সংস্কৃত ঘট> বাংলা ঘট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঘট্ (সংঘটন) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্ধ: সংঘটনের নিমিত্তে যা তৈরি হয়ে থাকে বা যাতে সংঘটিত হয়। অধিকরণ বাচ্যার্থে আধার, পাত্র। কিন্তু যার দ্বারা সংগটন হয়, কর্তৃবাচ্যে আধার, পাত্র।
সমার্থক শব্দাবলি:
সূত্র: