ঘট
বানান্ বিশ্লেষণ: ঘ্+অ+ট্+অ
উচ্চারণ: gʰɔʈ
(ঘট্)
শব্দ-উৎস: সংস্কৃত ঘট>
বাংলা ঘট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
ঘট্
(সংঘটন)
+
অ (অচ্),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
অর্ধ: সংঘটনের নিমিত্তে যা তৈরি হয়ে থাকে বা যাতে সংঘটিত
হয়। অধিকরণ বাচ্যার্থে আধার, পাত্র। কিন্তু যার দ্বারা সংগটন হয়, কর্তৃবাচ্যে আধার,
পাত্র।
সমার্থক শব্দাবলি:
- জলধার অর্থে- কলস,
কুম্ভ, ঘড়া
- বুদ্ধির আধার অর্থে-
মগজ, মস্তক, মাথা
- পূজাদিতে ব্যবহৃত পাত্র। যেমন: মনসা-ঘট
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র
১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র।
দোলযাত্রা ১৩৯৭।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
-
wordnet 2.1