কনিষ্ঠা
বানান বিশ্লেষণ: ক্+অ++ই+ষ্+অ+ঠ্+আ
উচ্চারণ: [কো.নিশ্‌.ঠা] [ko.niʃ.ʈʰa]
শব্দ-উৎস: সংস্কৃত निष्ठा (কনিষ্ঠা)>বাংলা কনিষ্ঠা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কনিষ্ঠ {যুবন্ (অল্প)>বিকল্পে কন +
ইষ্ঠ (ইষ্ঠন)}+আ (টাপ্)

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: বহুর ভিতরে ছোটো (স্ত্রী অর্থে)।
সমার্থক শব্দাবলি: কনিষ্ঠা

উদাহরণ:

বিপরীতার্থক শব্দ: