কুৎস
বানান বিশ্লেষণ: ক্+উ+ত্+স্+অ
উচ্চারণ:
[কু্ শো] [kuo]
শব্দ-উৎস: সংস্কৃত
कुत्स ( কুৎস)>বাংলা  কুৎস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কুৎস (নিন্দা করা) +অ (অ)

পদ: বিশেষ্য
অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। ঋগ্বেদের প্রথম মণ্ডলে এই ঋষির নাম পাওয়া যায়। একটি গোত্রের প্রবর্তক। শ্বিত্রা নামক নারীর পুত্র। ঋগ্বেদের টীকাকারদের মতে, ভারতবর্ষের উর্বরক্ষেত্র নিয়ে আর্ষ অনার্যদের সাথে দীর্ঘদিনের বিবাদ ছিল। সে বিবাদে কুৎস, দশদ্যু ও শ্বৈত্রেয় খ্যাতি লাভ করেছিল। যুদ্ধক্ষেত্রে শুষ্ণ নামক অসুর (অনার্য বীর), কুৎসকে কুপে নিক্ষেপ করলে, ইন্দ্র শুষ্ণকে হত্যা করে, কুৎসকে উদ্ধার করেছিলেন। আবার ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১০১ থেকে ১১৫ সংখ্যক সংখ্যক সূক্ত রচয়িতার নাম হিসেবে পাওয়া যায় 'অঙ্গিরার পুত্র কুৎস'। তবে এই কুৎস আর যোদ্ধা কুৎস একই কিনা তা স্পষ্ট নয়।

 [সূত্র ঋগ্বেদ ১।৩৩।১৪-১৫, ১।৫৩।১০, ১।৬৩।৩,  ১।১০২।৬।