পেশা
বানান বিশ্লেষণ: প্+এ+শ্+আ
উচ্চারণ :
pe.ʃa (পে.শা)।
শব্দ-উৎস: ফার্সি  پيشة  পেশা>বাংলা পেশা।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| সুনির্দিষ্ট কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ: যে সুনির্দিষ্ট কার্যক্রমের দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করে।
ইংরেজি
:
occupation, business, job, line of work, line
সমার্থক শব্দাবলি: পেশা, বৃত্তি, জীবিকার উপায়


সূত্র :