পুঁটি
বানান্ বিশ্লেষণ : প্+উ+ঁ+ট্+ই
উচ্চারণ:
pũ.ʈi (পুঁ.টি)
শব্দ-উৎস: সংস্কৃত
প্রোষ্ঠী>প্রাকৃত পুট্‌ঠী>বাংলা পুঁটি
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { মৎস্য | জলজ মেরুদণ্ডী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
Bagridae গোত্রের মাংসাশী মাছ।  ভারত উপমহাদেশ এদের আদি বাসস্থান। বাংলাদেশের খাল-বিলে এই মাছ প্রচুর দেখা যায়।
সমার্থক শব্দাবলি: পুঁটি,
শফরী, সফরী  [বিস্তারিত: পুঁটি [মৎস]]