উচ্চারণ:
rog
রোগ্
শব্দ-উৎস:
সংস্কৃত
রোগ
+ বাংলা রোগ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ
:
√রুজ্
(অসুস্থ হওয়া) +অ
(ঘঞ্),
কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য
অর্থ :
১.
যা অসুস্থ করে, এই অর্থে- রোগ।
অসুখ, পীড়া, ব্যাধি, রোগ
২. বাতিক বা কু-অভ্যাস (সিনেমা দেখার রোগ)।
৩. মুদ্রাদোষ। (কথায় কথায় 'বুঝলেন কিনা' বলাটা তার একটা রোগ)