সাকি
বানান বিশ্লেষণ: স্+আ+ক্+ই
উচ্চারণ:
sa.ki (সা.কি)
শব্দ-উৎস: আরবি সাকি> ফার্সি সাকি> বাংলা সাকি
পদ : বিশেষ্য
অর্থ:
১. সুরা পরিবেশনকারী তরুণ বা তরুণী
২. সুফিবাদী দর্শনে সুফি সাধকদের ধর্মগুরু। গজল কাব্য বা গানে অনেক সময় সাকি শব্দটি হজরত মুহম্মদ (সাঃ) -কে ইসলাম ধর্মের আদি ধর্মগুরু হিসেবে- সাকি শব্দটি ব্যবহার করা হয়েছে।

সূত্র: :