সরা [শ.রা] [ʃɔ.ra]
১. সংস্কৃত  सराव  সরা>প্রাকৃত সরাঅ>বাংলা সরা।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| আবরক | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

১. মাটির তৈরি গোলাকার, অগভীর এবং প্রসারিত পাত্র।
২. হাঁড়ি বা কলসির খোলা মুখ ঢাকার গোলাকার, অগভীর এবং প্রসারিত পাত্র।
সমার্থক শব্দাবলি : সরা, সরাব।

২. বাংলা সর্ ক্রিয়ামূলজাত উৎপন্ন ক্রিয়াপদের একটি। সর্ +আ =সরা (সরানো, লুকানো, পালানো ইত্যাদি অর্থে এই শব্দ ব্যবহৃত হয়)।


সূত্র :

  • চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।

  • বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।

  • বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।

  • সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।