সরা [শ.রা]
[ʃɔ.ra]
১. সংস্কৃত
सराव
সরাৱ>প্রাকৃত
সরাঅ>বাংলা সরা।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
আবরক
|
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
১. মাটির তৈরি গোলাকার, অগভীর এবং প্রসারিত পাত্র।
২. হাঁড়ি বা কলসির খোলা মুখ ঢাকার গোলাকার, অগভীর এবং প্রসারিত পাত্র।
সমার্থক শব্দাবলি : সরা, সরাব।
২. বাংলা √সর্ ক্রিয়ামূলজাত উৎপন্ন ক্রিয়াপদের একটি। √সর্ +আ =সরা (সরানো, লুকানো, পালানো ইত্যাদি অর্থে এই শব্দ ব্যবহৃত হয়)।
সূত্র :
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।