শীত
বানান বিশ্লেষণ:
শ্+ত্+অ
উচ্চারণ :
ʃit̪
(শিত্)।
শিত্ ['শীত' ধ্বনি বাংলাতে শিত্ হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
সংস্কৃত
शीत
শীত>বাংলা
শীত।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√শ্যৈ
(আশোষণ) +ত
(ক্ত),
ভাববাচ্য}
পদ: বিশেষ্য
অর্থ: যা উষ্ণ নয়, তাপের শোষণের
ফলে যে উষ্ণহীন দশার সৃষ্টি হয়।
সমার্থক শব্দাবলি: ঠান্ডা, শীত, শীতল।
বিপরিতার্থক শব্দ:
অশীত।
সূত্র :