তেজপত্র
বানান বিশ্লেষণ :
ত্+এ+জ্+অ+প্+অ+ত্+র্+অ
উচ্চারণ :
t̪eɟ.pɔt̪.t̪ro
(তেজ্.পত্.ত্রো্)
তেজ
=তেজ্ (তে ধ্বনির সাথে রুদ্ধ জ্ একাক্ষর তেজ্ উৎপন্ন করেছে)
পত্র =পৎ.ত্রো (র-ফলাযুক্ত ত উচ্চারণকালে ত্.ত্রো উৎপন্ন করবে। এর প্রথম ত্ অংশ প-এর সাথে যুক্ত হয়ে পৎ একাক্ষর ধ্বনি উৎপন্ন করবে। অবশিষ্ট ত্রো স্বাধীনভাবে উচ্চারিত হবে।)
শব্দ-উৎস : সংস্কৃত
तेजपत्र
(তেজপত্র)>বাংলা
তেজপত্র।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
তেজঃ {√তিজ্ (তীক্ষ্ণীকরণ) অস (অসুন), ভাববাচ্য, করণবাচ্য}>তেজস্>তেজ + পত্র {}
তেজ যে পত্র/কর্মধারয় সমাস।
পদ :
১. বিশেষ্য
উর্ধ্বক্রমবাচকতা {| লাউরেল | আবৃতবীজী বৃক্ষ | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : তেজপত্র নামক এক প্রকার সুগন্ধী গাছ। [দেখুন : তেজপাতা (উদ্ভিদকোষ)]
সমার্থক শব্দাবলি : অংশুক, তেজপত্র, তেজপাতা। [সমার্থক শব্দাবলি দেখুন : তেজপাতা]
ইংরেজি : bay laurel leaf, Bay leaf
২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | ভেষজদ্রব্য | স্বাদনদ্রব্য | খাদ্যোপকরণ | খাদ্যদ্রব্য | খাদ্য-পুষ্টি | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
তেজপাতা নামক গাছের পাতা, যা মশলা হিসাবে খাদ্যে ব্যবহার করা হয়।
[দেখুন : তেজপাতা (উদ্ভিদকোষ)]
সমার্থক শব্দাবলি : অংশুক, তেজপত্র, তেজপাত, তেজপাতা।
ইংরেজি : bay laurel leaf, Bay leaf