ভৈরব
বানান বিশ্লেষণ : ভ্+ঐ+র্+অ+ব্+অ।
উচ্চারণ:
bʰoi.rɔb  (ভোই.রব্)

ভোই.রব্ [ভোই এবং রব্ দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: সংস্কৃত भैरव (ভৈর)>বাংলা ভৈরব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
১.১. হিন্দু পৌরাণিক কাহিনী মতে, অন্ধকাসুরের সঙ্গে যখন মহাদেবের যুদ্ধ হয়, তখন অন্ধক মহাদেবের মস্তকে পদাঘাত করলে, মাথা চার ভাগে বিভক্ত হয় এবং রক্তধারা নির্গত হয়। এই রক্তধারা থেকে ভৈরব উত্পন্ন হয়। পূর্ব দিকের রক্তধারা হতে বিদ্যারাজ ভৈরব, দক্ষিণধারা হতে কামরাজ ভৈরব, পশ্চিমধারা হতে নাগরাজ ভৈরব এবং উত্তরধারা হতে সাচ্ছন্দরাজ ভৈরবের জন্ম হয়। মহাদেবের ক্ষতস্থানের রক্ত হতে যে ভৈরব জন্মগ্রহণ করে, তার নাম লম্বিতরাজ। এ ছাড়া আরও অনেক ভৈরব নামের উল্লেখ দেখা যায়। নন্দী, ভৃঙ্গী, মহাকাল ও বেতাল-এঁরাও শিবের ভৈরব। অষ্টভৈরব হিসাবে নাম পাওয়া যায় যাদের, তারা হলো- অসিতাঙ্গ, রুরু, চণ্ড, ক্রোধোন্মত্ত, ভয়ংকর, কপালী, ভীষণ ও সংহার।

১.২. সতীদেহের খণ্ডিত অংশ যে সকল পতিত হয়েছিল, সে সকল স্থান পীঠস্থান নামে পরিচিত। এই সকল পীঠস্থানের অধিষ্ঠিত দৈব-শক্তিকে ভৈরব নামে অভিহিত হয়। দেখুন : পীঠস্থান

২.
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
চন্দ্রশেখরের ঔরসে তারাবতীর গর্ভে বানররূপে এঁর জন্ম হয়েছিল। এঁর অপর ভাইয়ের নাম বেতাল।

৩.
ঊর্ধ্বক্রমবাচকত { | সুরাঙ্গ | সুরশৈলী | ক্ষুদ্রসুর | সুর | স্বরবিন্যাস | স্বর | সঙ্গীতোপযোগী শব্দ | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত |

৩.১. ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত ১০টি ঠাটের একটি । এর অপর নাম ভৈঁরো এর কাঠমো- স ঋ গ ম প দ ন র্স। এই ঠাটের জনক রাগ ভৈরব। [দেখুন:
ভৈরবী (ঠাট) ভৈরবী (রাগ)]

৪. ঊর্ধ্বক্রমবাচকতা {সংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

যোগশাস্ত্রে বর্ণিত হস্তমুদ্রা বিশেষ। এক হাতের তালুর উপর অপর হাতের পৃষ্ঠদেশ এমন ভাবে রাখতে হবে, যেনো এই হাতের আঙুল নিচের হাতের তালুর শেষ প্রান্তে পৌঁছায় পাশের চিত্রে এর নমুনা দেখানো হলো।