ভঙ্গি
বানান বিশ্লেষণ: ভ্++ঙ্+গ্+ই।
উচ্চারণ:
bʰoŋ.gi (ভোঙ্.গি)

শব্দ-উৎস: সংস্কৃত ভঙ্গি>বাংলা ঙ্গি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভন্‌জ্ (ভঙ্গ করা)+ইন (ইনি), ভাববাচ্য

পদ: বিশেষ্য

১. আচরণগত ধরণ। যেমন: ভাবভঙ্গি।
২. দেহগত রূপ। যেমন: অঙ্গভঙ্গি, , দেহভঙ্গি, মুখভঙ্গি।