ভ্রম
বানান
বিশ্লেষণ: ভ্+র্+অ+ম্+অ
উচ্চারণ:
ভ্রোম্
শব্দ-উৎস:
সংস্কৃত भ्रम
(ভ্রম)>
বাংলা ভ্রম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. √ভ্রম্ (ভ্রমণ করা) + অ (ঘঞ্), ভাববাচ্য।
অর্থ: চলন, ঘূর্ণন।
২. √ভ্রম্ (ভুল করা) + অ (ঘঞ্), ভাববাচ্য।
অর্থ: ভ্রান্তি, মিথ্যামতি, মিথ্যাজ্ঞান।
৩. √ভ্রম্ (ভ্রমণ করা) + অ (অচ্), কর্তৃবাচ্য।
অর্থ:১. কুলাচক্র
২. জাঁতা, ঘূর্ণায়মান পেষণযন্ত্র৪. √ভ্রম্ (ভ্রমণ করা) + অ (অচ্), করণবাচ্য।
অর্থ: জলনালা, জলনির্গমণ পথ