বসুমতী পত্রিকা
একটি সপ্তাহিক, মাসিক, দৈনিক বার্ষিক পত্রিকা।

১৩০৩ বঙ্গাব্দের ১০ই ভাদ্র (মঙ্গলবার ২৫ অগাষ্ট, ১৮৯৬) সাপ্তাহিক বসুমতীর প্রকাশনা শুরু হয়েছিল। পত্রিকাটির কোথাও সম্পাদকের নাম ছিল না। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'বাংলা সাময়িক পত্র (দ্বিতীয় খণ্ড) থেকে জানা যায়- পত্রিকটির প্রথম সম্পাদক ছিলেন ব্যোমকেশ মুস্তফী। পরবর্তী পৌষ সংখ্যা থেকে কিছুদিন সম্পাদনা করেছিলেন কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়।

১৯১৪ খ্রিষ্টাব্দের ৬ আগষ্ট (২১ শ্রাবণ ১৩২১ বঙ্গাব্দ) থেকে দৈনিক বসুমতী প্রকাশিত হতে থাকে। এই সময় সম্পাদক ছিলেন শশিভূষণ মুখোপাধ্যায়।

১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল ১৯২২ খ্রিষ্টাব্দ) থেকে মাসিক বসুমতী'র প্রকাশনা শুরু হয়েছিল। এর সম্পাদক ছিলেন হেমেন্দ্রপ্রসাদ ঘোষ। ১৩৩০ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (নভেম্বর ১৯২৩) সম্পাদক হন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ১৩৩১ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (নভেম্বর ১৯২৪) সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন সত্যেন্দ্রকুমার বসু। ১৩৪০ বঙ্গাব্দের চৈত্র মাস (এপ্রিল ১৯৩৪) সত্যেন্দ্রকুমার বসু এই পদে থাকার পর বিদায় নেন এবং ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১৩৫০ বঙ্গাব্দের বৈশাখ পর্যন্ত সতীশচন্দ্র একাই সম্পাদনার দায়িত্ব পালন করেন। ১৩৫১ বঙ্গাব্দের ১৩ই বৈশাখ সতীশচন্দ্রের মৃত্যুর পর সম্পাদক হন অধ্যাপক যামিনী কর। আর সহযোগী সম্পাদক হন তাঁর সতীশচন্দ্রের জামাতা প্রাণতোষ ঘটক।  

১৩৫৭ বঙ্গাব্দের আশ্বিন মাস থেকে পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন প্রাণতোষ ঘটক। ১৩৭৭-এর শ্রাবণ মাসে সম্পাদক প্রাণতোষ ঘটকের মৃত্যু ঘটে| পরবর্তী অস্থায়ী সম্পাদক হন বিজনকুমার সেন। এরপর থেকে পত্রিকার অবনতি ঘটতে থাকে। এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের আনুকূল্যে ও আর্থিক সহায়তায় 'মাসিক বসুমতী' পত্রিকাটি ১৪১৮ বঙ্গাব্দের মাঘ মাস (ফেব্রুয়ারি, ২০১২) থেকে পুনঃপ্রকাশ শুরু হয়েছে।

এছাড়া ১৩৩২ এবং ১৩৩৩ বঙ্গাব্দে পত্রিকাটির সচিত্র বার্ষিক সংখ্যা প্রকাশিত হয়েছিল।