রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা
 

সবুজ পত্র

 

এটি একটি প্রখ্যাত মাসিক সাহিত্য পত্রিকা। ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ খ্রিষ্টাব্দ) ১ বৈশাখ থেকে এর প্রকাশনা শুরু হয়। পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এই পত্রিকা থেকেই বাংলা সাহিত্যের একটি অধ্যায়ের সূচনা হয়। এই অধ্যায়কে বলা হয়, ধুনিক বাংলাভাষার গোড়াপত্তনের অধ্যায়। এই পত্রিকার মাধ্যমে প্রমথ চৌধুরী যে ভাষারীতি'র প্রবর্তন করেন, সে রীতিই আধুনিক বাংলার কাঠামো হিসাবে বিবেচিত হয়। আর এই রীতিকে স্বাগত জানিয়ে, রবীন্দ্রনাথ অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে প্রমথ চৌধুরীকে সমর্থন করেছিলেন এবং সে সূত্রে এই পত্রিকায় রবীন্দ্রনাথের বহুবিধ রচনা প্রকাশিত হয়েছিল।

 

এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল  কলকাতার ২০, কর্নওয়ালিস স্ট্রিট-এর কান্তিক প্রেস থেকে। এর প্রতি সংখ্যার মূল্য ছিল চার আনা। আর বার্ষিক মূল্য ছিল দুই টাকা ছয় আনা। পৃষ্ঠা সংখ্যা ছিল ৬৪।

 

এই পত্রিকায় কোনো বিজ্ঞাপন প্রকাশিত হয় নি। প্রথম পর্যায়ে পত্রিকাটি ১৩২৯ বঙ্গাব্দ (১৯২২ খ্রিষ্টাব্দ) পর্যন্ত প্রকাশিত হয়েছিল। এরপর প্রায় ৩ বৎসর পর পুনরায় প্রকাশিত হয় ১৩৩২ বঙ্গব্দে। ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ খ্রিষ্টাব্দ) পত্রিকাটি চিরতরে বন্ধ হয়ে যায়।

নিচে নমুনা স্বরূপ এর ডিজিটাল সংখ্যা দেওয়া হলো
        [প্রবাসী, প্রথম সংখ্যা, বৈশাখ, ১৩২১]