যমুনা পত্রিকা
বাংলা মাসিক সাহিত্য পত্রিকা।
যতীন্দ্রমোহন
বাগচী'র উদ্যোগে এবং ফণীন্দ্রপালের সহযোগিতায় এই পত্রিকাটি
প্রকাশিত হয়েছিল। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩১০ বঙ্গাব্দে ), এই
পত্রিকার সম্পাদনায় এসেছিলেন ধীরেন্দ্রনাথ পাল, শতীশচন্দ্র মিত্র, দেবেন্দ্রনাথ
মজুমদার, গুরুদাস আদক ও যতীন্দ্রনাথ পাল (১৩১৭), ফণীন্দ্রনাথ পাল (১৩১৯),
ফণীন্দ্রনাথ পাল ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৩২১), যতীন্দ্রমোহন বাগচী ও
ফণীন্দ্রনাথ পাল (১৩২৮), ফণীন্দ্রনাথ পাল ও চারুচন্দ্র মিত্র (১৩৩০)]