সেনোলা রেকর্ড
বিংশ শতাব্দীর প্রথমার্থে কলকাতা থেকে প্রকাশিত রেকর্ড।

শুরুর দিকে কলকাতার ১৮৩ ধর্মতলা স্ট্রিটে 'সেনোলা মিউজিক্যাল প্রডাক্টাস' নাম একটি বাণিজ্যক প্রতিষ্ঠান গ্রামোফোন যন্ত্র এবং নানা কোম্পানির রেকর্ড বিক্রয় করতো। ১৯৩৫ খ্রিষ্টাব্দে এই প্রতিষ্ঠান নিজেদের লেবেলে রেকর্ড প্রকাশ করা শুরু করে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ও পরিকল্পনাকারী ছিলেন বিভূতিভূষণ সাহা।

এই কোম্পানির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল আশা রায়ের দুটি গান দিয়ে। গান দুটি ছিল 'আমার সোনার হিন্দুস্থান' এবং আমার বাংলা মায়ের বাণী'। এরপর থেকে সেনোলা রেকর্ডে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত এবং সেকালের বহু আধুনিক গান-সহ নানা আঙ্গিকের গান।

এই রেকর্ডের মনোগ্রাম হিসেবে ব্যবহৃত হয়েছে পেখম মেলা ময়ূর। আর রেকর্ড সংখ্যার আগে ব্যবহৃত হতো
QS



সূত্র: