T সিরিজের রেকর্ড

FT সিরিজের রেকর্ড

টুইন রেকর্ড
Twin Record

টুইন রেকর্ড কোম্পানি লিমিটেড ১৯২৮ খ্রিষ্টাব্দে রেকরড লেবেল প্রথম ভারতের বাজারে ছাড়া হয় ১৯২৮ খ্রিষ্টাব্দে। এটি গ্রামোফোন রেকর্ডের সহযোগী রেকর্ড কোম্পানি হিসেবে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ভারতে এরা স্বাধীন কোম্পানি হিসেবে রেকর্ড বাজারজাত করতো। এদের ছিল স্বতন্ত্র বিপণন ব্যবস্থা।

এরা অন্য কোম্পানির কিছু রেকর্ড বাজার জাত করেছিল। এদের ভিতরে ছিল গ্রামোফোন কনসার্ট রেকর্ড, হিজ মাস্টার ভয়েস ও জেনোফোন  রেকর্ড।

প্রথম দিকে টুইন রেকর্ড কোম্পানি T সিরিজের রেকর্ড প্রকাশ করেছিল। এর নম্বর শুরু হয়েছিল ১৫১ থেকে। T সিরিজের রেকর্ড পরে FT সিরিজে পরিবর্তন করা হয়েছিল। এই রেকর্ড লেবেলের রং প্রথম দিকে হলুদ ছিল। ১৯৩১ খ্রিষ্টাব্দের শেষের দিকে এই কোম্পানি প্রায় ১০০০ রেকর্ড প্রকাশ করেছিল। ইউরোপীয়ানদের জন্য এর শুরু নম্বর ছিল ১০০০ এবং ভারতীয় রেকর্ডের শুরুর নম্বর ছিল ২০০০।

এই রেকর্ডগুলোর লেবেলের রঙ ছিল হলুদ এবং আকার ছিল ১০ ইঞ্চি। FR সিরিজের রেকর্ড ছিল ৮ ইঞ্চি মাপের এর নম্বর শুরু হয়েছিল ১ থেকে।

 


সূত্র:
https://bajakhana.com.au/tag/the-twin-record-company/