প্রাগ্- আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ইংরেজি :
Proto Afro-Asiatic Language Family
মানুষের কথিত ভাষার একটি অন্যতম পরিবারের প্রাগৈতিহাসিক রূপ। ভাষাবিজ্ঞানীদের মতো আফ্রো-এশিয়াটিক ভাষার উৎপত্তি ঘটেছিল প্রাগ-আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার থেকে।

প্রায় ২ লক্ষ বৎসর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ইথিওপিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে আধুনিক Homo sapiens (হোমো স্যাপিয়েন্স)-এর আবির্ভাব ঘটে। প্রায় ১ লক্ষ ৯৫ হাজার বৎসর আগে আফ্রিকার উৎপত্তিস্থল অন্যত্র ছড়িয়ে পড়া শুরু করে। ১ লক্ষ ২৫ হাজার বৎসরের দিকে এরা ইথিওপিয়া সংলগ্ন ইরিত্রিয়া, সুদান এবং মিশরের দিকে ছড়িয়ে পড়া শুরু করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মানুষ এশিয়ায় ও ইউরোপের দিকে চলে আসে। এর ভিতরে আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের মানুষের প্রগৈতিহাসিক ভাষা থেকে জন্ম নিয়েছিল প্রাগ্-আফ্রো-এশিয়াটিক ভাষা। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব ১৬০০০-৮০০ অব্দের ভিতরে, এশিয়ার মধ্যপ্রাচ্য এবং উত্তর-পূর্ব আফ্রিকার বিশাল অঞ্চল জুড়ে প্রাগ্-আফ্রো-এশিয়াটিক ভাষায় কথা বলতো। তখন এই অঞ্চলে এই ভাষা ব্যতীত অন্যকোনো ভাষার অস্তিত্ব ছিল না। এই ৮০০ বৎসরের ব্যবধানে এই অঞ্চলের মানুষের ভাষা পরিবর্তন হতে হতে, অঞ্চলভেদে নানা রূপ লাভ করে। ৭৫০-৭০০ খ্রিষ্টাব্দের দিকে এই অঞ্চলের ভাষাগুলোর ভাষাগুলো আদিম রূপ লাভ করে। বিষা বিজ্ঞানীরা এই ভাষাসমূহের পরিবারগত নাম দিয়েছেন 'আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার'।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/afro-asiatic-0