প্রাগ্ সিনো-তিব্বতীয় ভাষা পরিবার
পরিবার :
সিনো-তিব্বতীয় ভাষা পরিবার
উপ-পরিবার :
তিব্বত-বর্মীয় ভাষা-উপ-পরিবার
শাখা :
সাল
উপ-শাখা :
কুকি-চীন-নাগা
গোষ্ঠী : কুকি-চীন
উপগোষ্ঠী : কুকি-চীন মধ্যাঞ্চলীয়

কুকি-চীন দক্ষিঞ্চালীয়
ইংরেজি : Kuki-Chin Central

সিনো-তিব্বতীয় ভাষা পরিবারে অন্তর্গত তিব্বত-বর্মীয় ভাষা-উপ-পরিবারের একটি ভাষা শাখা হলো সাল। এই ভাষা-শাখার ভাষা উপ-শাখা হলো কুকি-চীনা-নাগা। এই ভাষা উপ-শাখার অন্তর্গত ৮টি ভাষাগোষ্ঠীর একটি হলো কুকিচীন। এই ভাষা গোষ্ঠীতে রয়েছে মোট ৫১টি ভাষা। এই ভাষাগোষ্ঠীর একটি ভাষা হলো চীন। এই ভাষাটি মায়ানমারের থাইফুম অঞ্চলে প্রচলিত আছে। এই গোষ্ঠীর বাকি ৫০টি ভাষাকে ভাষা বিজ্ঞানীরা চারটি উপগোষ্ঠীতে ভাগ করেছেন। এর একটি ভাষা উপগোষ্ঠী হলো কুকি-চীন দক্ষিণাঞ্চলীয়। এই উপগোষ্ঠীতে রয়েছে মোট ১৫টি ভাষা।


সূত্র :
http://www.ethnologue.com/subgroups/southern-43