দৈহিক-লক্ষ্যবস্তু
যা স্পর্শ করা যায় বা দেখা যায় বা আলোর উপস্থিতিতে ছায়া প্রদান করে।
ঊর্ধ্বক্রমবাচকতা {দৈহিক-লক্ষ্যবস্ত | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
object, physical object

ব্যাখ্যা: সাধারণভাবে যে সকল সত্তার ওজন আছে, জায়গা দখল করে, তার সবই 'দৈহিক সত্তা'র অংশ হিসেবে বিবেচনা করা হয়। এই বিচারে দৈহিক সত্তার অধিকারী বস্তুর সংখ্যা বিশাল। এই বিশাল বস্তু জগতকে কিছু বৈশিষ্ট্যের দ্বারা একটি বিশেষ শ্রেণিকে 'দৈহিক লক্ষ্যবস্তু' শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণির বৈশিষ্ট্য হলো— আমাদের চারপাশে এরূপ বস্তু নানাভাবে ছড়িয়ে আছে। লক্ষ্যবস্তুর প্রকৃতি অনুসারে নানাভাবে ভাগ করা যায়। যেমন‒