জ্বালানি
বানান বিশ্লেষণ: জ্+ব্+আ+ল্+আ+ন্+ই
উচ্চারণ:
ɟa.la.ni (জ্বালানি)
শব্দ-উৎস: সংস্কৃত জ্বাল> বাংলা জালানি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
জ্বাল্ (জ্বলিত করা) + আনি
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
জ্বালানিবস্তু | দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যে সকল বস্তু শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
ইংরেজি:
fuel

ব্যাখ্যা:
বস্তুর নানারকম ব্যবহার রয়েছে। এর ভিতরে কিছু বস্তু রয়েছে, যেগুলোকে মানুষ শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করে থাকে। এর ভিতরে রয়েছে কাঠ, কয়লা, তেল, গ্যাস ইত্যাদি। সাধারণভাবে এদেরকে জ্বালনি বলা হয়। এসকল জ্বালানি নানা প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। উৎপত্তির বিচারে এদেরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-