ওর্ডোভিসিয়ান অধিযুগ
(Ordovician period)
৪৮.৫৪- ৪৪.৩৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

ফ্যানেরোজোয়িক কালের অন্তর্গত প্যালোজোয়িক যুগের দ্বিতীয় অধিযুগ। প্রাচীন গ্রেট ব্রিটেনে রোমানদের আগ্রাসনের পূর্বে কেল্টিকদের অনেকগুলো গোষ্ঠী বসবাস করতো। ধারণা করা হয় এরা বর্তমান গ্রেট ব্রিটেনের ওয়েল্‌স্ অঞ্চলে বসবাস করতো। এদের ভিতরে একটি বিশিষ্ট গোষ্ঠী ছিল ওর্ডোভিসেস (Ordovices)। এই জাতির নামানুসারে, ১৮৭৯ খ্রিষ্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ল্যাপওর্থ (Charles Lapworth), এই অধিযুগের নামকরণ করেছিলেন।

পূর্ব্ববর্তী 
ক্যাম্ব্রিয়ান অধিযুগের ৫০ কোটি ৪০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে ভেঙে যাওয়া প্যান্নোশিয়া মহা-মহাদেশের খণ্ডাংশসমূহ এই অধিযুগে পূনর্বিন্যাসের মধ্যবর্তী দশায় ছিল। এই অধিযুগে এ্যান্ডিয়ান-সাহারান বরফযুগ  (Andean-Saharan) সূচনা হয়। এর ফলে জলজ উদ্ভিদ প্রাণীর বিলুপ্ত হয় এবং নতুন নতুন প্রজাতির উদ্ভব হয়।

৪৪.৩৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই অধিযুগের শেষে এরপর শুরু হয় প্যালোজোয়িক যুগের  অন্তর্গত সিলুরিয়ান অধিযুগ


সূত্র :