এ্যাড্রাস্টিয়া
Adrastea
 

সৌরজগতের বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ। ১৯৭৯  খ্রিষ্টাব্দে ভয়েজার ২-এর বৈজ্ঞানিক দল আবিষ্কার করেন। গ্রিক পৌরাণিক জলপরীর এ্যাড্রাস্টেইয়ার নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

এর ব্যাসার্ধ ৮.২
±২.০ কিলোমিটার। বৃহস্পতি থেকে এর গড় দূরত্ব ১২৯,০০০ কিলোমিটার। এই উপগ্রহটি বৃহস্পতির প্রধান বলয়ের ভিতরে রয়েছে। বৃহস্পতিকে একবার প্রদক্ষিণ করতে এর পার্থিব ০.২৯৮ দিনের প্রয়োজন হয়।


তথ্যসূত্র
https://solarsystem.nasa.gov/moons/jupiter-moons/adrastea/in-depth/