বৃহস্পতি
Jupiter
জ্যোতির্বি জ্ঞান চিহ্ন :

হস্পতি এবং এর উপগ্রহ আইও

সৌরজগতের– একটি গ্রহ। এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। হিন্দু পৌরাণিক ঋষি এবং দেবতাদের গুরু বৃহস্পতি'র নামানুসারে এই গ্রহের নামকরণ করেছিলেন ভারতীয় ঋষিরা।

সূর্যের দিক থেকে এর অবস্থান পঞ্চম। এর পূর্ববর্তী চারটি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবীমঙ্গল। বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী স্থানে রয়েছে গ্রহাণুপুঞ্জ বৃহস্পতিতে কোনো জীবনের অস্তিত্ব নেই। তবে এর কোনো উপগ্রহে জীবন থাকতেও পারে বলে অনুমান করা হয়।

সূর্য থেকে এর গড় দূরত্ব ৭৭,৮০,০০,০০০ কিলোমিটার। নিজ অক্ষের উপর এর আবর্তন সময় প্রায় ১০ ঘণ্টা। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে পার্থিব ১২ বৎসর বা ৪,৩৩৩ পার্থিব দিবস।

এর উপরিতল পুরু বরফে ঢাকা। মূলত গ্যাসীয় পদার্থ জমাট বেঁধে এই বৃহৎ গ্রহটি তৈরি হয়েছে। এই বরফের স্তরের নিচে রয়েছে প্রকৃত বৃহস্পতি। মূল বৃহস্পতির আকার প্রায় পৃথিবীর সমান। এর বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এর ঘন মেঘ রয়েছে। এই মেঘ এ্যামোনিয়া বা এ্যামোনিয়া-ভিত্তিক গ্যাসীয় পদার্থ দ্বারা পূর্ণ। এছাড়া রয়েছে অজ্ঞাত নানা ধরনের যৌগিক পদার্থের মিশ্রণ। বৃহস্পতির নিকটবর্তী বায়ুমণ্ডল অংশে, প্রচণ্ড চাপে এর হাইড্রোজেন তরল দশায় পরিণত হয়েছে। এই তরল পদার্থ বৃহস্পতি গ্রহের উপর মহাসাগর সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা মনে করেন, এই তরল হাইড্রোজেন সাগরের তলদেশ, কোথাও কোথাও বৃহস্পতির কেন্দ্রের প্রায় অর্ধেক দূরত্বের কাছে পৌঁছেছে। হাইড্রোজেন সমুদ্রে দ্রুত ঘূর্ণনের কারণে বিদ্যুতের সৃষ্টি হয়। ধারণা করা হয়- এই গ্রহের কেন্দ্রে রয়েছে ধাতব হাইড্রোজেন। বৃহস্পতির চৌম্বকক্ষেত্রে তৈরি করারা ক্ষেত্রে এই ধাতব হাইড্রোজেন মুখ্য ভূমিকা পালন করে চলেছে। বৃহস্পতির কেন্দ্রে লোহা এবং নিকেলের পিণ্ড রয়েছে কিনা তা জানা যায় নি। সূর্যাভিমুখে এই চৌম্বকক্ষেত্র ১ থেকে ৩০ লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পক্ষান্তরে সূর্যের বিপরীত দিকে চৌম্বকক্ষেত্র ১০০ কোটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উল্লেখ্য, এই চৌম্বক ক্ষেত্রে শনির কক্ষপথ পর্যন্ত পৌঁছে যায়।

ভয়েজার-১ থেকে জানা গেছে, এই গ্রহটিকে ঘিরে রয়েছে খুব হাল্কা বলয়। শনি গ্রহের মত গাঢ় বলয় না থাকায়, দূর থেকে এই বলয় দেখা যায় না।  এই বলয়ে রয়েছে ক্ষুদ্র এবং কালচে বর্ণের ছোটো ছোটো বস্তু।

এখন পর্যন্ত এর ৫০টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। সন্দেহের তালিকায় রয়েছে আরও ১৭টি। সব মিলিয়ে এর উপগ্রহ হতে পারে ৬৭টি। এদের ভিতর চারটি উপগ্রহ বেশ বড়। এই উপগ্রহগুলো হলো আইও (
Io) , ইউরোপা (Europa) ,গ্যানিমেডে (Ganymede) এবং ক্যালিস্টো (Callisto) )। ১৬১০ খ্রিষ্টাব্দে এই চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলাই। তাই এদেরকে বলা হয় গ্যালিলিও উপগ্রহসমূহ (Galilean satellites )।

১৯৯৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে নাসা'র গ্যালিলিও নামক নভোযান থেকে একটি পরীক্ষামূলক যান বৃহস্পতির শুষ্ক এবং উষ্ণস্থানে নামানো হয়। এই যান থেকে প্রথম বৃহস্পতির গাঠনিক উপাদান এবং বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করা হয় প্রত্যক্ষভাবে। ২০০৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই নভোযান বৃহস্পতি এবং এর বৃহৎ গ্রহগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করে, পৃথিবীতে পাঠায়। জুনো নামক অপর একটি নাসা'র নভোযান ২০১১ খ্রিষ্টাব্দে পাঠানো হয়েছে। ২০১৬ খ্রিষ্টাব্দ এই নভোযান কার্যক্রম শুরু করবে।

বৃহস্পতির উপগ্রহসমূহ
এখন পর্যন্ত বৃহস্পতির ৭৯টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। এর ভিতরে ৫৩টি উপগ্রহের নামকরণ করা হয়েছ। বাকি ২৬ উপগ্রহ নামকরণের অপেক্ষায় আছে। এগুলো ভিতরে উল্লেখযোগ্য উপগ্রহগুলো হলো-
অটোনো (Autonoe)
অ্যাড্রাস্টিয়া
অ্যামালথিয়া (Amalthea)
অ্যাল্টন (Altne)
আইয়ো (Io)
আইসোনো (Isonoe)
আনাক (Anake)
আর্ক (Arche)
ইউকেল্যাড (Eukelade)
ইউয়ান্থ (Euanthe)
ইউপোরি (Euporie)
ইউরিডোম (Eurydome)
ইউরোপা (Europa)
এওয়েড (Aoede)
এরিনোম (Erinome)
এলারা (Elara)
ওর্থোসাই (Orhtosie)
কার্ম (Carme)
কালডেনে (Chaldene)
কেল (Kale)
কোর (Kore)
ক্যালাইক (Kalyke)
ক্যালিকোর (Kallichore)
ক্যালিরহো (Callirrhoe)
ক্যালিস্টো (Callisto)
গ্যানিমেড (Ganymede)
টাইগেট (Taygete)
ডিয়া কার্পো (Carpo)
থিবি (Thebe)
থাইয়োন (Thyone)
থেমিস্টো (Themisto)
থেলজিনো (Thelxinoe)
নেম (Mneme)
প্র্যাক্সিডিক (Praxidike)
প্যাসিথি (Pasithee)
প্যাসিফা (Pasiphae)
মেগাক্লাইট(Megaclite)
মেটিস (Metis)
লিসিথিয়া (Lysithea)
লেডা (Leda)
লোকাস্ট (Locaste)
সাইলিন (Cyllene)
সিনোপ (Sinope)
স্পোন্ড (Sponde)
হার্পালি (Harpalyke)
হারমিপ (Hermippe)
হার্স (Herse)
হিমালিয়া (Himalia)
হেজেমো (Hegemone)
হেলিক (Helike)

বৃহস্পতির বৃহৎ লোহিত ক্ষত
বৃহস্পতির উপরিতলের উপর একটি বড় ধরনের লালচে ক্ষত দেখা যায়। একে সাধারণত লোহিত ক্ষত বলা হয়। বৃহস্পতির বিষুবরেখার ২২ ডিগ্রির দক্ষিণে একটি ঘূর্ণিঝড়ের কারণে একটি বড় আবর্তের সৃষ্টি হয়েছিল। পৃথিবীকে থেকে একটি লালচে ক্ষত মনে হয়। ১৮৩০ খ্রিষ্টাব্দ থেকে এই ঘূর্ণিঝড়টি চলছে। এই ঘূর্ণিঝড়টির ব্যাস পৃথিবীর দুই গুণের সমান। এর ভিতরে বায়ু প্রবাহের গতি প্রতি ঘণ্টায় প্রায় ২৭০ মাইল। এই ঝড়ের সর্বশেষ ছবি পাওয়া গেছে নাসার জুনো প্রোব থেকে ২০১৭ খ্রিষ্টাব্দের ১০ জুলাই যে ছবি পাওয়া গেছে, তাতে এই বৃহৎ লোহিত ক্ষতকে অনেকটা পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে।

বৃহস্পতি পর্যবেক্ষণ:
প্রাচীনকাল থেকেই জ্যোতির্বিজ্ঞানীরা খালি চোখে বৃহস্পতি পর্যবেক্ষণ করে এসেছে। এরপর দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর থেকে এর পর্যবেক্ষণ আর গভীরভাবে করা সম্ভব হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য পর্যবেক্ষণগুলো হলো-

নাসা-কর্তৃক প্রকাশিত বৃহস্পতি গ্রহের তথ্যাবলি
Orbit Size Around Sun (semi-major axis)
Metric: 778,340,821 km
English: 483,638,564 miles
Scientific Notation: 7.7834082 x 108 km (5.2028870 A.U.)
By Comparison: 5.203 x Earth
Perihelion (closest)
Metric: 740,679,835 km
English: 460,237,112 miles
Scientific Notation: 7.40680 x 108 km (4.951 A.U.)
By Comparison: 5.035 x Earth
Aphelion (farthest)
Metric: 816,001,807 km
English: 507,040,015 miles
Scientific Notation: 8.16002 x 108 km (5.455 A.U.)
By Comparison: 5.365 x Earth
Sidereal Orbit Period (Length of Year)
11.862615 Earth years
4,332.82 Earth days
By Comparison: 11.863 x Earth
Orbit Circumference
Metric: 4,887,595,931 km
English: 3,037,011,311 miles
Scientific Notation: 4.888 x 109 km
By Comparison: 5.200 x Earth
Average Orbit Velocity
Metric: 47,002 km/h
English: 29,205 mph
Scientific Notation: 1.3056 x 104 m/s
By Comparison: 0.438 x Earth
Orbit Eccentricity
0.04838624
By Comparison: 2.895 x Earth
Orbit Inclination
1.304 degrees
Equatorial Inclination to Orbit
3.1 degrees
Mean Radius
Metric: 69,911 km
English: 43,440.7 miles
Scientific Notation: 6.9911 x 104 km
By Comparison: 10.9733 x Earth
Equatorial Circumference
Metric: 439,263.8 km
English: 272,945.9 miles
Scientific Notation: 4.39264 x 105 km
By Comparison: 10.9733 x Earth
Volume
Metric: 1,431,281,810,739,360 km3
English: 343,382,767,518,322 mi3
Scientific Notation: 1.43128 x 1015 km3
By Comparison: 1321.337 x Earth
Mass
Metric: 1,898,130,000,000,000,000,000,000,000 kg
Scientific Notation: 1.8981 x 1027 kg
By Comparison: 317.828 x Earth
Density
Metric: 1.326 g/cm3
By Comparison: 0.241 x Earth
Surface Area
Metric: 61,418,738,571 km2
English: 23,713,907,537 square miles
Scientific Notation: 6.1419 x 1010 km2
By Comparison: 120.414 x Earth
Surface Gravity
Metric: 24.79 m/s2
English: 81.3 ft/s2
By Comparison: If you weigh 100 pounds on Earth, you would weigh 253 pounds on Jupiter.
Escape Velocity
Metric: 216,720 km/h
English: 134,664 mph
Scientific Notation: 6.020 x 104 m/s
By Comparison: 5.380 x Earth
Sidereal Rotation Period (Length of Day)
0.41354 Earth days
9.92496 hours
By Comparison: 0.41467 x Earth
Effective Temperature
Metric: -148 °C
English: -234 °F
Scientific Notation: 125 K
Atmospheric Constituents
Hydrogen, Helium
Scientific Notation: H2, He

তথ্যসূত্র
http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jupiter&Display=OverviewLong