এই নক্ষত্রমণ্ডল বিশাল আকারের ছিল। খ্রিষ্টীয় ১৮শ শতকে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী নিকোলা-লুই দে লাকাই (Lacaille) এটিকে ছোট ছোট তিনটি অংশে ভাগ করেন। বর্তমানে এই ভাগ অনুসরণ করা হয়। এই ভাগ তিনটি হলো- Carina (ক্যারিনা)বিষুবাংশ (RA) : ২১ ঘণ্টা থেকে ১১ ঘণ্টা
বিষুবলম্ব (Dec) : -৫০ থেকে -১৫ ডিগ্রি