অর্ণবযান নক্ষত্রমণ্ডল
ইংরেজি: Argo Navis
অবস্থান আকাশের দক্ষিণ গোলার্ধের একটি বিশাল আকারের নক্ষত্রমণ্ডল 

এর ল্যাটিন নাম
Argo Navis। খ্রিষ্টপূর্ব ২৮০ অব্দে হেরাক্লেজ নক্ষত্রমণ্ডলীর সম্পর্কে প্রথম উল্লেখ পাওয়া যায়- টলেমির রচিত Almagest গ্রন্থে ২৮০। এই গ্রন্থে, এই নক্ষত্রমণ্ডল-সহ মোট ৪৮টি মূল নক্ষত্রমণ্ডলের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। গ্রিক পৌরাণিক কাহিনি অনুসারে Argonauts–দের জাহাজ Argo-র নামে এই নক্ষত্রের নামকরণ করেছিলেন।
 

বিষুবাংশ (RA) : ২১ ঘণ্টা থেকে ১১ ঘণ্টা
বিষুবলম্ব (Dec) : -৫০ থেকে -১৫ ডিগ্রি

এই  নক্ষত্রমণ্ডল বিশাল আকারের ছিল। খ্রিষ্টীয় ১৮শ শতকে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী নিকোলা-লুই দে লাকাই (Lacaille) এটিকে ছোট ছোট তিনটি অংশে ভাগ করেন। বর্তমানে এই ভাগ অনুসরণ করা হয়। এই ভাগ তিনটি হলো-
সূত্র :