পাপিস
ইংরেজি : Puppis
সংক্ষিপ্ত রূপ : car

নক্ষত্রমণ্ডল বিশেষ। অর্ণবযান মণ্ডলের নক্ষত্রমণ্ডল একটি অংশ। পুরানো অর্ণবযান মণ্ডলের নকশায় জাহাজের পশ্চাৎ অংশ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

এই নক্ষত্রটি মূলত দক্ষিণ গোলা র্ধে সবচেয়ে ভালোভাবে দেখা যায়, ডিসেম্বর  থেকে মার্চ মাসে। তবে নিরক্ষীয় অঞ্চল থেকেও আংশিক দেখা যায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে । এর পার্শ্ববর্তী নক্ষত্রমণ্ডলগুলো হলো-
ক্যারিনা , ভেলা , একশৃঙ্গী , পিক্সিস ।
বিষুবাংশ (RA) : ৭-৮ ঘণ্টা , ৩০ মিনিট  
বিষুবলম্ব
(Dec) : - ১১ থেকে -৫১ ডিগ্রি।
উল্লেখযোগ্য নক্ষত্রসমূহ উল্লেখযোগ্য নক্ষত্রগুচ্ছ
সূত্র :