অণুবীক্ষণ নক্ষত্রমণ্ডল
ইংরেজি:
Microscopium
সংক্ষিপ্ত নাম:
Mic
অবস্থান দক্ষিণ আকাশের একটি
নক্ষত্রমণ্ডল।
খ-গোলকের মকর ও ধনু
নক্ষত্রমণ্ডলের কাছে
এর অবস্থান।
এর ল্যাটিন নাম Microscopium।
ফরাসি জ্যোতির্বিজ্ঞানী নিকোলা-লুই দে লাকায়
(Nicolas-Louis de Lacaille), ১৭৫১–৫২
খ্রিষ্টাব্দে দক্ষিণ আকাশের
মানচিত্র আঁকার সময় এর নামকরণ করেছিলেন।