ল্যাকাইল ৮৭৬০
Lacaille 8760
- অবস্থান :
দক্ষিণ আকাশের
অণুবীক্ষণ মণ্ডলের
একটি নক্ষত্র।
প্রায় ২০ ঘন্টা ৪০ মিনিট, −৩৫°।
- দৃশ্যমান দশা:
এটি এই মণ্ডলের নিষ্প্রভ তারা।
চোখে খুব বেশি দৃশ্যমান নয়, কিন্তু দূরবীনে দেখা
যায়।
- নক্ষত্রশ্রেণি:
বর্ণালি শ্রেণি হলো M0 V বা M0-type dwarf
III ।
লাল বামন তারা।
- তাপমাত্রা: প্রায়
৩৮০০ কেলভিন
- আকার: সূর্যের চেয়ে প্রায়
.৫১ গুণ
বড়।
- ভর: সূর্যের ভরের প্রায়
০.৬ গুণ।
- দূরত্ব: সৌরজগত থেকে প্রায়
১৩ আলোকবর্ষ দূরে অবস্থিত।
- বয়স: ৭.৫ কোটি বৎসর
সূত্র :