ওজন
ইংরেজি: Wezn, Wazn
আরবি
وزن  (ভার, ওজন) থেকে পাশ্চাত্য নাম গৃহীত হয়েছে। বাংলা নামও আরবি থেকে গৃহীত।

জ্যোতির্বিজ্ঞানের নাম : β Col, β Columbae

উত্তর আকাশের
কপোত মণ্ডল (Columba) নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্র
      বিষুবাংশ (RA) : ০৫ঘ ৫০মি ৫৭.৫৯২৯সে
      বিষুবলম্ব
(Dec) : -৩৫৪৬মি ০৫.৯১৫২সে

এটি বর্ণালী K1 IIICN+1। একটি নীল  শ্রেণীর প্রধান ধারার নক্ষত্র। এর ভর সৌরভরের ১..১০ গুণ। এর ঊজ্জ্বল্য ৩.২০। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৮৭.২ আলোকবর্ষ। উপরিতলের তাপমাত্রা ৪,৫৪৫ কেলভিন। এর ব্যাস ১১.৫ সৌরব্যাসের সমান। উপরিতলের মাধ্যাকর্ষণ ২.৬২। এর আবর্তন গতি ৮৮.৯ কিলোমিটার/সেকেন্ড।

এই নক্ষত্রটি প্রধান ধারার নক্ষত্র। সূর্যের ভরের দিক থেকে সামান্য ছোটো, এই কারণে এই নক্ষত্রটিকে দ্বিতীয় সূর্য  বলা হয়।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition