প্রদীপ্ত তারা
অন্যানাম : প্রদীপ্ত নক্ষত্র।
ইংরেজি : Flare star

এক ধরনের অনিয়মিত নক্ষত্র। এই জাতীয় নক্ষত্রে ঔজ্জ্বল্য হঠৎ করে কয়েক মিনিটের জন্য বৃদ্ধি পায়। ওই সময়ে নক্ষত্রে নিয়মিত আলো এতটাই বৃদ্ধি পায় যে, পৃথিবী থেকে মনে হও ওই নক্ষত্রের আগুন লেগে গেছে। একই সাথে এই নক্ষত্র থেকে এক্স-রে এবং বেতার তরঙ্গও বৃদ্ধি পায়।

এই জাতীয় নক্ষত্রকে বিজ্ঞানীরা প্রথম শনাক্ত করেন ১৯২৪ খ্রিষ্টাব্দে। প্রথম দেখা এই প্রদীপ্ত নক্ষত্রটি ছিল অণুবীক্ষণ মণ্ডল (Microscopium) মণ্ডলের নামক V1396 Cygni  নক্ষত্র। তবে নক্ষত্র থেকে বিশেষ কোন তথ্য পাওয়া সম্ভব হয় নি। ১৯৪৮ খ্রিষ্টাব্দে UV Ceti  নক্ষত্রটি আবিষ্কারের পর, প্রদীপ্ত নক্ষত্র সম্পর্কে একটু ভালোভাবে জানা সম্ভব হয়। বর্তমানে এই নক্ষত্রের মতো যেকোন প্রদীপ্ত নক্ষত্রকে UV Ceti -শ্রেণির নক্ষত্র বলা হয়। যেমন Luyten 726-8B নক্ষত্রকে UV Ceti -শ্রেণির নক্ষত্র বলা হয়।

অধিকাংশ নিষ্প্রভ লাল বামন তারা (red dwarf star) উজ্জ্বল হয়ে উঠার কারণে, প্রদীপ্ত তারা হিসাবে দেখা যায়। সম্প্রতি দেখা গেছে ভারি বাদামি দানব তারাও কখনো কখনো প্রদীপ্ত তারা হিসাবে আত্মপ্রকাশ করে। দূর আকাশের অনেক নক্ষত্রই নির্দিষ্ট সময় পর পর অতি উজ্জ্বল হয়ে উঠে। আমাদের সূর্যও এরকম একটি প্রদীপ্ত তারা।


সূত্র :