নবতারা
ইংরেজি :
Nova
অপেক্ষাকৃত কম উজ্জ্বল তারার উজ্জ্বলতা প্রায় ১০০০০ গুণ বৃদ্ধি পায় এবং তা কিছু সময় পর্যন্ত উজ্জ্বল হয়ে মহাকাশে দৃশ্যমান থাকে, পরে
নক্ষত্রটি পুনরায় ঔজ্জ্বল্য হারিয়ে আগের দশায় পৌঁছায়। নক্ষত্রের এই অত্যুজ্জ্বল দশাকে নবতারা বলা হয়। এই ধরনের তারাকে অনেক সময় বিস্ফোরণধর্মী বিষমতারা ((Cataclysmic or explosive variables) বলা হয়।            [দেখুন : বিষম তারা (variable star)]

কোনো কোনো লাল দানব তারা (red giant star) অন্তিম দশায় শ্বেত বামন তারায় পরিণত হয়। মূলত যদি কোনো নক্ষত্রের মোট ভর সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে ওই নক্ষত্র শ্বেত বামন (white dwarf) তারায় পরিণতি হয়। যখন জোড়া তারার মধ্যে অপেক্ষাকৃত বড় তারাটি শ্বেত বামন (white dwarf) তারায় পরিণত হয়, তখন ওই তারাটি প্রসারিত হতে থাকে। এই সম্প্রসারণের ফলে ছোটো তারাটি তারার অবয়বের ভিতরে ঢুকে পড়ে। এর ফলে ছোট তারাটি একটি বিবর্তন দশায় চলে যায়। বড় তারাটির প্রভাবে ছোটো তারাটি থেকে অধিকাংশ পদার্থ হারাতে থাকে এবং এই হারানো পদার্থ বড় তারাটিতে গিয়ে জমা হতে থাকে। এই সময় ছোটো তারার উপাদানগুলো বড় তারার বাইরে একটি বলয় তৈরি করে। এই অবস্থায় মুখ্য তারার ভিতরে এবং বাইরে বলয় সঙ্কুচিত হয় ও উত্তপ্ত হয়ে উঠে। এই তাপমাত্রা যখন ২ কোটি কেলভিনে উন্নীত হয়, তখন তারাটির ভিতরে ও বাইরে অংশে নিউক্লিয়ার বিক্রিয়া শুরু হয়। সাধারণত এক্ষেত্রে তারাটি কেন্দ্রে এবং বাইরের বলয়ে শুরু হয় কার্বন-নাইট্রোজেন-অক্সিজেন বিক্রিয়া। কোনো কোনো ক্ষেত্রে নক্ষত্রের তাপমাত্রা ১০ ডিগ্রি কেলভিন ছাড়িয়ে যায়। সব মিলিয়ে জোড়াতারটি একটি নতুন তারায় পরিণত হয়। এই অবস্থায় তারাটি অত্যুজ্জ্বল দশায় আকাশে দৃশ্যমান থাকে। এই পর্যায়টি নক্ষত্রভেদে সপ্তাহ, মাস বা বৎসর ব্যাপী থাকতে পারে।

 

নবতারার ঔজ্জ্বলের বিচারে একে চারটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো-





 


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
১-৫ খণ্ড।

http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
A Brief history of time / Stephen Hawking
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir Pulishers Moscow/1985